সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট এল,তা চলেও গেল কিন্তু ব্যবসায়ীরা যে পতাকার মজুত রেখেছিলেন তা সব বিক্রি হল না।ফলে বর্ধমান সদর শহর এবং মফস্বলের বেশ কয়েকটি দোকানে খবর নিয়ে জানা গেল কিছুটা হতাশ ব্যবসায়ীরা।তাঁদের বক্তব্য,কলকাতার বড়বাজার ও চিনাবাজার থেকে পতাকা এনেছিলেন। কিন্তু সেভাবে বিক্রি হল না।

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে রাজনৈতিক লড়াই ছিল মূলত চতুর্মুখী।সিপিএম,কংগ্রেস, বিজেপি,তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে ছিলেন।ব্যবসায়ীরা আশা করেছিলেন এবারে পতাকা বিক্রি বেশি হবে কিন্তু তা হয়নি।রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল,তাঁরা স্থানীয়ভাবে কিছু কেনেননি।বড় ফ্লেক্স যেগুলি ভোটের প্রচারে ব্যবহার করা হয়েছিল তা কলকাতা থেকে আনা হয়েছিল।তাছাড়া পতাকা থেকে শুরু করে ভোট প্রচারের নানা সামগ্রীই দলীয় নেতৃত্ব সরবরাহ করেন।ফলে স্থানীয় ভাবে পতাকা কেনার খুব একটা প্রয়োজন পড়ে না।সিপিএমের পতাকাও দল থেকে পাঠানো হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে
ব্যবসায়ীরা অবশ্য বলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারের ঝোঁক বেড়েছে ব্যাপক।তাই পতাকার বাজার কমে যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584