নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
একদিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে ৩২ বার দাম বাড়ল জ্বালানির। কলকাতায় সেঞ্চুরি ছুঁতে চলেছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলও। ক্রমাগত পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় তার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। মাথায় হাত নিম্ন-মধ্যবিত্তের।

আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৮১ পয়সা। বাণিজ্যনগর মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০৪ টাকা ৯০ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।
আরও পড়ুনঃ শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ,আলোচনা হবে স্থায়িত্ব নিয়ে,আশাবাদী আংশিক সময়ের শিক্ষকরা
মূল্যবৃদ্ধি অব্যাহত ডিজেলেও। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২.০৩ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৯.১৮ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৬.৭২ টাকা। চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৩.৭৪ টাকা। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। ক্রমাগত মূল্যবৃদ্ধিতে প্রভাব পড়ছে খুচরো বাজারের ওপরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584