নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আবারও ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের মূল্য। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম।সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পেট্রোলে।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ২ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০১ টাকা ২৫ পয়সা।
চিন্তা বাড়াচ্ছে ডিজেলের মূল্যও।কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৮০ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৫.৯৫ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯৩.১০ টাকা।
আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু প্রায় ৬৫০ জন চিকিৎসকের, আইএমএ রিপোর্ট
দেশের একাধিক শহরেই সেঞ্চুরি পেরিয়েছে পেট্রলের দাম। একদিকে করোনার প্রকোপ তার জেরে রাজ্যে রাজ্যে চলছে লকডাউন। অন্যদিকে প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোপণ্যের মূল্য। এই প্রসঙ্গে কেন্দ্রের দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, মত বিশেষজ্ঞদের। যতদিন না অপরিশোধিত তেলের দাম কমবে, দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হতে থাকবে বলেও জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584