নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে বাঁচার অভিনব উপায় বাতলে দিলেন মধ্যপ্রদেশের এনার্জি মিনিস্টার প্রদ্যূমান সিং তোমর। দেশবাসীকে যাতায়াতের জন্য ব্যবহার করতে বললেন সাইকেল। তাঁর কথায় তাতে তেলের দাম বাড়লে কিছু যায় আসবেনা। উল্টে আবার সাইকেলে যাতায়াতের ফলে স্বাস্থ্যও ঠিক থাকবে। এক্কেবারে দ্বিগুণ লাভ।
সাম্প্রতিক পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী প্রদ্যূমান সিং তোমর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’আমরা কি বাজারে যাওয়ার জন্য এখন সাইকেলে চড়ছি? সাইকেলে চাপুন। তাতে যেমন শরীর সুস্থ থাকবে,তেমন পরিবেশ দূষণ থেকেও মুক্তি পাওয়া যাবে। পেট্রোলের দাম বাড়ছে এটা ঠিক। কিন্তু অতিরিক্ত মূল্য হিসাবে যে টাকা আসছে তা তো গরিব মানুষের কাজেই লাগানো হচ্ছে!’এরপর
তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন,’আমাদের কাছে পেট্রোল ডিজেল বেশি গুরুত্বপূর্ণ না দেশের স্বাস্থ্যব্যবস্থা?’
এদিকে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।এই নিয়ে ৩২ বার দাম বাড়ল জ্বালানির। কলকাতায় সেঞ্চুরি ছুঁতে চলেছে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলও। ক্রমাগত পেট্রোপণ্যের দাম বেড়ে চলায় তার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। মাথায় হাত নিম্ন-মধ্যবিত্তের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584