আজ রাজ্যের সব দলের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আসন্ন একুশের নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম বঙ্গ রাজনীতি। এহেন আবহে বুধবারই শহরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

Election commission | newsfront.co

তিন দিনের এই সফরে রাজ্যের বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে, তা নির্ধারণ করবে প্রধান নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা, দুই ইলেকশন কমিশনার রাজীব কুমার ও সুশীল চন্দ্র এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন সমন্বিত এই বেঞ্চ।

আজ, বৃহস্পতিবার রাজ্য পুলিশের নোডাল অফিসার, এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের বৈঠকের কথা রয়েছে। এছাড়াও, সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

আরও পড়ুনঃ বিজেপি ভাষা সন্ত্রাসের আমদানিকারক, কটাক্ষ পার্থর

বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জাতীয় সহ-সভাপতি মুকুল রায়-সহ নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিন তৃণমূল এবং রাজ্যের অন্যান্য দলগুলির সঙ্গেও বৈঠক করে অভাব-অভিযোগ শুনবে কমিশন, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

কলকাতায় এসে প্রথমেই বিধানসভা ভোট প্রসঙ্গে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা জানিয়ে দিলেন, নির্বাচন কমিশন জানে, কীভাবে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করাতে হবে। এও জানানো হয় যে, অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর তাঁরা।

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের ৩৩০ টাকা মজুরি করার প্রতিশ্রুতি সায়ন্তনের

প্রসঙ্গত, সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) এবং সুপারিন্টেন্ডেন্টস অফ পুলিশ (এসপি)-দের সঙ্গে বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন জানিয়েছিলেন, নির্বাচন প্রক্রিয়ায় কর্তব্যে গাফিলতি দেখলেই এবার অপসারণ করবে কমিশন। শোকজের উত্তরের অপেক্ষা না করেই এমন সিদ্ধান্ত নেবে তারা, তাও জানিয়ে দেওয়া হয়। এমনকী সুষ্ঠু ভাবে এই নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনী আরও ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে বলেও জানান হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here