দুর্নীতি আটকাতে সরেজমিনে খতিয়ে দেখার পরেই মিলবে ক্ষতিপূরণ

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা, ঘূর্ণিঝড় আমফান বা রেশন, বিভিন্ন বিষয়ে অগ্রিম ব্যবস্থা চালু করেও বিভিন্ন কারণে দুর্নীতির অভিযোগে মুখ পুড়েছে রাজ্য প্রশাসনের। এই সমস্ত দুর্নীতি আটকাতে বারবারই কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে সরকারকে। জেলায় জেলায় ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন গ্রামবাসীরা। শহরে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সরেজমিনে খতিয়ে দেখে তবেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করলেন কলকাতা পুরনিগমের পুর-কমিশনার বিনোদ কুমার।

KMC | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, আমফানের ক্ষতিপূরণ নিয়ে জেলায় জেলায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিডিও অফিসে বিক্ষোভ ভাঙচুর চালাচ্ছেন উত্তেজিত জনতা। আর তাকে হাতিয়ার করে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। কলকাতা শহরে সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আগেভাগেই ব্যবস্থা নিল কলকাতা পুরনিগম।

আরও পড়ুনঃ ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে প্রথমবার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা

কলকাতা পুরনিগমের পুর-কমিশনার বিনোদ কুমারের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুর আধিকারিকদের ঘটনাস্থলে সশরীরে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে হবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে ১০০% নিশ্চিত হলে তবেই ক্ষতিপূরণের জন্য কারও নাম নথিভূক্ত করা যাবে।

আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর স্তরের সব পরীক্ষা বাতিল

প্রতিটি এলাকায় গিয়ে সেখানে কি ধরনের ক্ষতি হয়েছে, তার ছবিও তুলতে হবে। পরে প্রয়োজনে সেই ছবি চেয়ে পাঠালে তা যেন পাওয়া যায়। বিষয়টি নিয়ে আরও সতর্ক করে দেওয়া হয়েছে সব স্তরের সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের। এই কাজে গাফিলতি হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পুর-আধিকারিকদেরই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here