নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ইরানের কুদস সেনাবাহিনীর জেনারেল কাসেম সােলেইমানির শেষকৃত্য অনুষ্ঠানে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে মৃত্য হল ৩৫ জনের। গুরুতর জখম হয়েছেন কম করে ৪৮ জন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘মাশাদ’ সূত্রে মঙ্গলবার এই খবর জানা গেছে। জানানাে হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব ইরানে সােলেইমানির বাড়ি, কেরমানে। জানা গেছে, তাড়াহুড়াের জন্যই এই বিপত্তি ঘটে।
আরও পড়ুনঃ গণধর্ষণ করে পুড়িয়ে হত্যা, ফাঁসির দাবিতে পথ অবরোধ কুমারগঞ্জ
ওই টেলিভিশন চ্যানেলে ইরানের আপতকালীন মেডিকেল সার্ভিসের প্রধান পিরহােসেন কৌলিভান্দ জানিয়েছেন, সােমবার তেহরানেও প্রায় দশ লক্ষ মানুষ মিছিল করে সােলেইমানির শেষকৃত্য উপলক্ষে।
কেরমানে সােমবারের মিছিলে আমেরিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রতিশোধ নেওয়ার দাবি ওঠে। জানা গেছে, ইরানের রেভােলিউশনারি গার্ডের শীর্ষ স্তরের কর্তারা মার্কিন সেনার দখলে থাকা জায়গাগুলিতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584