নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বাংলায় এমন এক একটা শব্দ থাকে যা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। আমাদের রাজ্যে এই কথাটা বহুল প্রচলিত। কিন্তু খবর পড়তে পড়তে সংবাদ পাঠিকার দাঁত খুলে যাওয়ার ঘটনা কি কেউ দেখেছেন কোনোদিন? হ্যাঁ। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটলো ইউক্রেনে। লাইভ টিভি সম্প্রচারে অনেক সময় অদ্ভূত সমস্যা দেখা দিতেই পারে। সম্প্রতি ভাইরাল হল সেরকমই এক ঘটনার ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপিংয়ে দেখা গেছে, খবর পড়তে পড়তে আচমকা ইউক্রেনের এক টিভি সংবাদ পাঠিকার কৃত্রিম দাঁত মুখ থেকে খুলে বেরিয়ে আসে। কিন্তু এতটুকু বেসামাল না হয়ে ঠান্ডা মাথায় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বাভাবিক ভাবেই খবর পড়ে চলেন। এর জন্য তিনি নেটিজেনদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছেন।
এই ঘটনা ঘটার পরে সংবাদ পাঠিকা মারিচকা পাদালকো ভিডিও ফুটেজটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গত ২০ বছর সংবাদ পাঠে এমন অদ্ভূত সমস্যায় কখনও পড়িনি।’
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের করোনা প্রতারণা! পুলিশ হেফাজতে অভিযুক্ত ৩
ঘটনা প্রসঙ্গে মারিচকা জানিয়েছেন, ১০ বছর আগে সন্তানের সঙ্গে অ্যালার্ম ঘড়ি নিয়ে খেলার সময় তাঁর শিশুকন্যার হাত থেকে তা ছিটকে এসে তাঁর মুখে আঘাত করে। ওই ঘটনায় উপরের পাটির দুটি দাঁত ভেঙে যায় সঞ্চালিকার। সেই সঙ্গে ওই সংবাদ পাঠিকা এও জানিয়েছেন যে, ‘সত্যি বলতে কি, ভেবেছিলাম টিভি-র পর্দায় ঘটনাটি খেয়াল করবেন না দর্শকরা। কিন্তু স্বীকার করতেই হচ্ছে, তাঁদের নজর যাচাই করতে আমার ভুল হয়েছিল।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584