অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের ফের নতুন উদ্যোগ ফুটবলের পরে এবার আগামী এপ্রিল মাসে ফুটসল টুর্নামেন্টের জন্য রেফারিদের নিয়ে ওয়ার্কশপ শুরু করছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। এদিন ক্যা লকাটা রেফারিজ অ্যা সোসিয়েশন তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে এই ওয়ার্কশপ শুরু হল।
আগামী একমাস ২০ জন রেফারিদের নিয়ে এই ওয়ার্কশপ চলবে। ফুটসলের নিয়মটা ঠিক কি ধরনের সেটাই ওয়ার্কশপে রেফারিদের শেখাবেন জয়ন্ত বন্দোপাধ্যায় ও পীযুষ বিশ্বাস। এই দুই প্রাক্তন রেফারি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফুটসলের উপরে যে ট্রেনিং হয়েছিল সেখানে ইনস্ট্রাকটর হিসেবে কাজ করেছেন।
জয়ন্ত বন্দোপাধ্যায় বলেন,” ফুটবলের সঙ্গে ফুটসল খেলার অনেক তফাৎ আছে। এখানে দুটি পেনাল্টি স্পট আছে। ফুটবলার বদলটাও ঘন ঘন হবে। অনেক নিয়ম আছে যা ফুটবলের সঙ্গে অনেক তফাৎ। সেই নিয়ম গুলোই রেফারিদের শেখানো হবে।“
ফুটসলের চেয়ারম্যান ত্রিজিৎ দাস জানান, “জয়দ্বীপ দার হাত ধরে বাংলার ফুটবল এগিয়ে যাচ্ছে। নতুন ভাবনা আমাকে এতো বড় দায়িত্ব দিয়েছে সেটা পালনের চেষ্টা করব।“
আরও পড়ুনঃ ডার্বি আর পাঁচটা ম্যাচের মতইঃ হাবাস
এদিনের ওয়ার্কশপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়-সহ সভাপতি পার্থ সারথী গঙ্গোপাধ্যায়, ফুটসল কমিটির চেয়ারম্যায়ন ত্রিজিৎ দাস । ফেডারেশনের ম্যাচ রেফারি অপরূপ চক্রবর্তী এছাড়াও ফুটসল কমিটির সদস্যপ দীপ্তিকল্যাটণ সেনশর্মা, তপনজ্যো্তি মিত্র,রাজদীপ নন্দী ও কাশীনাথ সেন।
আরও পড়ুনঃ গ্যালারিতে বসেও বিতর্কে ফাউলার, শোকজ নোটিস ফেডারেশনের
সচিব জয়দ্বীপকে সবাই ধন্যবাদ দিলেও জয়দ্বীপ জানান, “আইএফএ একটা টিম হিসেবে কাজ করছে। ফুটসল আগেও হয়েছিল বাংলায় কিন্তু এবার আইএফএ সিরিয়াসলি নিয়ে লিগ হিসেবে করছি আমরা। মোট ষোলোটা দল নিয়ে খেলা হবে। তিন প্রধানকেও আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি দল একজন করে বিদেশী খেলাতে পারবে। আমরা যদি মার্কেটিংটা ফুটসলের ভালো ভাবে করতে পারি এই লিগ উন্নতি করবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584