দর্শক শূণ্য গ্যালারিতে কৃত্রিম সমর্থনের আয়োজন আইপিএলে

0
120

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার থাবায় এবার আইপিএলে সেই চেনা ভরা ওয়াংখেড়ে, ইডেন বা চিন্নাস্বামী স্টেডিয়াম এবার দেখা যাবে না। বিদেশে আইপিএল তাও আবার ফাঁকা গ্যালারিতে। তাই ক্রিকেটারদের চাঙ্গা রাখতে ও আইপিএলের মাদকতা রাখতে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা আয়োজকদের।

Galary | newsfront.co
ফাইল চিত্র

তাই দর্শকদের বিকল্প হিসেবে কৃত্রিম শব্দব্রহ্মের ব্যবহার হতে পারে এবারের আইপিএলে। যা দেখা গিয়েছে অতিমারি কাটিয়ে ফেরার পরে বুন্দেশলিহা, লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগে। যাতে দর্শকদের একটা আবহ অনুভব করতে পারেন খেলোয়াড়েরা। এবার আইপিএলেও সেই কৃত্রিম জয়ধ্বনির ব্যবস্থা থাকতে পারে।

আরও পড়ুনঃ এই বয়সেও ফিল্ডিংয়ে দুরন্ত জন্টি

অর্থাৎ দীনেশ কার্তিক বা আন্দ্রে রাসেল ব্যাটে ঝড় তুললে বা সুনীল নারিন উইকেট তুললে গ্যালারিতে কৃত্রিম শব্দব্রহ্ম গর্জে উঠবে ‘কেকেআর, কেকেআর’ বা সিএসকে-র হয়ে ধোনি কিংবা আরসিবির হয়ে বিরাট কোহলি বড় রান করলে ভেসে আসবে, ‘ধোনি, ধোনি’ বা ‘কোহলি, কোহলি’ আওয়াজ।

অর্থাৎ, ক্রিকেটারদের বার্তা দেওয়া, তাঁরা দর্শকহীন নয়। প্রথমে ভাবা হয়েছিল দর্শকদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ করিয়ে দেবেন কিন্তু সেটা শেষ অবধি হল না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here