ছাই আর চালকলে ধোঁয়ায় নাভিশ্বাস উঠছে গলসিবাসীর

0
56

সুদীপ পাল,বর্ধমানঃ

গোটা উনিশ চালকল, আর সেই চালকলের ছাই এমন ভাবে এলাকায় ছড়াচ্ছে যে দেখলে মনে হবে কালো ছাইয়ের চাদর ঢেকেছে এলাকা। অভিযোগ, গ্রামের পথে ট্রাক্টরে চাপিয়ে ছাই এনে ফেলা হচ্ছে। তারসাথে চালকলের চিমনি দিয়ে তো দিনরাত ছাই বেরোচ্ছে। পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের পুরসা এলাকায় এই পরিস্থিতি। এলাকাবাসী অভিযোগের আঙুল তুলছেন স্থানীয় চালকলগুলির দিকে। তাঁদের বক্তব্য, ছাইয়ের উৎপাতে সব সময় দরজা-জানলা বন্ধ করে রাখতে হচ্ছে। চালকলের ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড থাকে। এগুলি অত্যন্ত ক্ষতিকর গ্যাস, মানুষের শরীরে সরাসরি ক্ষতি করে।

ছাই এ ভর্তি গলসির রাস্তা।নিজস্ব চিত্র

শুধু ছাই নয়, চালকলের ময়লা জল এসে মিশছে দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) খালে। এর ফলে দেখা যাচ্ছে, বীজতলা পচে গিয়ে দুর্গন্ধ উঠছে। এই জল ভয়ানক দূষিত বলে মন্তব্য করেন এলাকার চাষীরা। ফসল দূষিত হচ্ছে এবং ঐ জলে কিছুক্ষণ কাজ করলে হাতে পায়ে ফোস্কা পড়ার মত পড়ছে। যা আসলে চর্মরোগ।   জানা গেছে, চালকল থেকে মালিকেরা ছাই সরানোর জন্য ঠিকাদারদের দেন।এখন ঠিকাদারেরা সে ছাই কোথায় ফেলেন, তা জানেন না মিল মালিকরা। তবে এই যুক্তি শুনতে নারাজ গ্রামবাসীরা। তাঁরা বলেন, ছাই এর জন্য জীবনযাপনের সমস্যা হয়। চোখে ছাই উড়ে এসে পড়ে। ঘরের ভিতরে খাওয়াদাওয়া করলে সামান্য দরজা বা জানলা খোলা থাকলে ছাই এসে খাবারের উপরে পড়ে। বলেন, এখানকার সমস্যা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here