টাকার চেয়েও জোগানের অভাব, গম্ভীরের প্রস্তাবের প্রত্যুত্তরে অরবিন্দ

0
55

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনা চিকিৎসায় নিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক ও পিপিই কিড কিনে দেবার জন্য ১ কোটি টাকা অর্থ অফার করলেন প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ গৌতম গম্ভীর।

Kejriwal and Gambhir | newsfront.co
কোলাজ চিত্র

সোমবার টুইটারে একটি চিঠি সংযোজনে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর সংসদ তহবিল থেকে ১ এক কোটি টাকা বরাদ্দের অফার করেন । মূলত করোনা চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক ও পিপিই কেনার জন্যই তিনি অর্থ অফার করেছেন বলে চিঠিতে তিনি উল্লেখ করেছেন।

গৌতম গম্ভীরের টুইটকে প্রতুত্তর জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন “গম্ভীরজি আপনার অফারের জন্য আপনাকে ধন্যবাদ । সমস্যা অর্থ নয় সমস্যা হল পিপিই কিডের যোগানের অভাবে। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব যদি আপনি কোথাও থেকে ওগুলো জোগাড় করার জরুরী ব্যবস্থা করেন তাহলে দিল্লি সরকার সেগুলি কিনে নেবে ।”

আরও পড়ুনঃ স্বাধীনতার পর ভারত সবচেয়ে বড় জরুরি অবস্থার মুখোমুখি, দাবি রঘুরাম রাজনের

উল্লেখ্য গত ২ এপ্রিল দিল্লি সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর দিল্লিতে করোনা চিকিৎসার জন্য নিয়োজিত হাসপাতালগুলিতে এই মুহূর্তে ৩২৬১ টি পিপিই কিড ,২৪৩ টি ভেন্টিলেটর,২০৫৬৬ টি এন ৯৫ মাস্ক ও ৪ লক্ষ্য ৬৩ হাজার সার্জিক্যাল মাস্ক আছে ।

উল্লেখ্য ,দিল্লিতে এখনো পর্যন্ত ৬১৬ জন করোনা আক্রান্ত যার মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন রয়েছেন চিকিৎসক,নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here