অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এই দুটি হারের জন্য সরাসরি বিরাট কোহলির অধিনায়কত্বকে দায়ী করেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। গম্ভীর বিরাটের দিকে আঙ্গুল তুলে বলেন, “বিরাটের অধিনায়কত্ব আমি কিছুই বুঝতে পারছি না।“ তবে অধিনায়ক বিরাটের যতই সমালোচনা করুক না কেন ব্যাটসম্যান বিরাটের প্রশংসায় পঞ্চমুখ গৌতম গম্ভীর।
আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারত অধিনায়ক কোহলি। এক দশক ক্রিকেট খেলেই কুড়ি হাজার রান করে ফেলেছেন তিনি। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, এছাড়াও দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। আর তাই ব্যাটসম্যান কোহলির ভূয়সী প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এমনকি কোহলিকে স্যালুটও জানালেন তিনি।
আরও পড়ুনঃ ২৪ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা
কোহলির প্রশংসা করে গৌতম গম্ভীর বলেছেন, “বিরাট কোহলি এক অনবদ্য ক্রিকেটার। বিরাট কোহলির মধ্যে রান করার এক অদ্ভুত খিদে রয়েছে যা সব ক্রিকেটারের মধ্যে থাকে না। এছাড়াও বিরাট কোহলি ব্যাটিং কিংবা ফিল্ডিং যায় করুক না কেন সব সময় তিনি মাঠের মধ্যে নিজের একশো শতাংশ দেন।
আরও পড়ুনঃ জিতেও দলের চোট নিয়ে চিন্তায় হাবাস
প্রতিটি সিরিজে বিরাট যতই রান করুক না কেন তবু তার রান করার খিদে কমে না। সেই সঙ্গে প্রত্যেকদিনই কঠোর পরিশ্রম করে চলেছেন কোহলি। আর এই সমস্ত কিছুই আজ তাকে বিরাট কোহলি তৈরি করেছে। সেই জন্যই কোহলিকে হ্যাটস অফ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584