অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের বিরাট কোহলির বিরুদ্ধচারণ ও মহেন্দ্র সিং ধোনির প্রশংসা গৌতম গম্ভীরের মুখে। আইপিএল ২০২০-তে সাত নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস। তার পরেও দলে খুব বেশি পরিবর্তন করেনি তারা। ক্রিকেটারদের প্রতি এই বিশ্বাস রাখার জন্য চেন্নাই অধিনায়কের প্রশংসায় ভারতের প্রাক্তন ওপেনার।
নিলামের আগে চেন্নাই ছেড়ে দিয়েছে পীযূষ চাওলা, কেদার যাদব, মুরলী বিজয়, হরভজন সিংরা অবসর নিয়েছেন এছাড়া প্রায় একই দল ধরে রেখেছে সিএসকে। গম্ভীর সেই বিষয়ে বলেন, “ধোনির স্পেশ্যালিটি আলাদা ধরনের। ধোনি ভবিষ্যত কি হবে সেটা নিয়ে ভাবে না। বাস্তবে কি হবে সেটা নিয়ে ভাবে। এই কারণেই সিএসকে এত সফল দল এবং আরসিবি এতো ব্যর্থ দল ওরা প্লেয়ারদের উপরে ভরসা রাখে।
সিএসকে-র খারাপ মরসুম গিয়েছে, দলে পরিবর্তন দরকার। সেখানে তারা মাত্র ৫ জনকে ছেড়েছে। প্লে অফ খেলেও বিরাট ছাড়ল ১০ জনকে। অধিনায়ক কেমন সেটার ওপর সব নির্ভর করে।
আরও পড়ুনঃ ভারতকে হারালে সেটা অ্যাসেজের থেকে বড় নজির হবেঃ সোয়ান
বিরাটকে ক্রিকেটাররা ভরসা করে না। চেন্নাইয়ের সাফল্যের পিছনে রয়েছে দলের ভারসাম্য। ক্রিকেটারদের সুরক্ষা দেয় ওরা। শুধু প্রথম দলের ১১জনকেই নয়, ড্রেসিংরুমে যারা বসে আছে তাদের দায়িত্ব নেয় ওরা এরফলে দলের পারফরমেন্স উন্নতি হয়। আরসিবি এক মরসুম খারাপ খেললে প্লেয়ারকে ছেড়ে দেয়।”
আরও পড়ুনঃ বিশ্বকাপ জিততে না পারলে নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত বিরাটেরঃ পানেসার
প্রসঙ্গত অতীতে অনেক বার বিরাট কোহলির অধিনায়কত্বর সমালোচনা করেছেন গম্ভীর। রোহিত শর্মা আই পি এল চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাটকে সরিয়ে রোহিতকে সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক করার প্রস্তাব দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584