চিনে কোটিপতি গেম নির্মাতার মৃত্যু বিষ প্রয়োগে, দাবি সাংহাই পুলিশের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Lin Qi | newsfront.co
লিং কুই

গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন লিং কুই। ক্রিসমাসের দিনে বিষ প্রয়োগ করে চীনের এই কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে বলে সাংহাই পুলিশ জানিয়েছে।

৩৯ বছরের লিং কুই বিখ্যাত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের আদলে তৈরি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন। গেম নির্মানকারী সংস্থা ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান কার্য নির্বাহী পরিচালক ছিলেন তিনি।

একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে মি. লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নতুন কর্মসূচি রাজ্য সরকারের

সব মিলিয়ে একশো কোটি ডলারের বেশি সম্পদের মালিক লিং কুই।

তাঁর মৃত্যুতে সংস্থার ওয়েবসাইটে একটি আবেগপ্রবণ বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ”বিদায় হে যুব। আমরা আবার একত্র হবো, একে অপরের প্রতি সদয় থাকবো, ভালোতে বিশ্বাস রাখবো এবং সব খারাপের বিরুদ্ধে লড়াই করে যাবো।”

এই বার্তায় হাজার হাজার মন্তব্য পড়েছে এবং ২৯ কোটি বার এই বার্তাটি দেখেছেন লোকে।
গেম অব থ্রোনসের বাইরেও ইয়োজু ব্রল স্টারস নামের আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here