শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনাকে হারাতে বিজ্ঞানের সঙ্গে এবার প্রার্থনা সিদ্ধিদাতা গণেশের জন্যও। শহরে প্রথম বার ডিজিট্যাল প্ল্যাটফর্মে আবির্ভাব হবে গণপতি বাপ্পার। সল্টলেক যুবক সংঘের এবারের পুজোর থিম ‘ গৃহকোণে বিনায়ক।‘ শুক্রবার অনলাইনে সাংবাদিক সম্মেলন করে এই খবর দিলেন ক্লাবের সভাপতি অনিন্দ্য চট্টোপাধ্যায়।
তিনি বলেন, ‘ আগামী ২২ আগস্ট গণেশ পুজো। আমাদের পুজোর উদ্বোধন,দর্শন, আরতি কিংবা পুষ্পাঞ্জলি সবই হবে ক্লাবের ফেসবুক পেজে, যা পুরোটাই ডিজিট্যাল। যাঁরা পুজো দেবেন তাঁরা নাম ও গোত্র দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিলে আমরা পুজো দিয়ে তাঁদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেবো।’
এগারো বছরের পা দেওয়া এবারের পুজোর থিম ‘ গৃহকোণে বিনায়ক।’ শহরের অন্যতম পুরনো এই গণেশ পুজোয় প্রতি বছরই নতুন নতুন থিম থাকে। যেমন গত বছরের থিম ছিল হাজার বছরের পুরনো গণেশ মূর্তি। কিন্তু করোনার দাপটে এবারে আর একসঙ্গে হয়ে গণেশ আরাধনা সম্ভব নয়। সেই কারণে অনলাইনের পথ বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উত্তরে ফের বৃষ্টির ভ্রূকুটি, জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা
অনিন্দ্য জানান, ‘ করোনা ভাইরাসের জন্যহ সামাজিক দূরত্ব মেনে চলা, প্রতি মুহূর্তে স্যানিটাইজ করা,এবার প্রসাদে ফুল ব্যবহার করা যাচ্ছে না। তবে ডিজিট্যাল মাধ্যমে পুজোর জন্য বিশ্বের সব প্রান্তেই পৌঁছে যাবে আমাদের পুজো। সোশ্যাল মিডিয়ায় আমাদের বহু শুভাকাঙ্ক্ষী যাঁরা দেশ বিদেশের নানারকম প্রান্তে ছড়িয়ে রয়েছেন আমাদের পুজো দেখতে পাবেন।’ করোনাসুরকে হারাতে যে বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণপতিই ভরসা!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584