শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায বিরোধী ঐক্য তৈরির কথা বারে বারে বলেছেন। এমনকি একপ্রস্থ দিল্লি সফরও সেরে ফেলেছেন তিনি। দেখা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ একাধিক নেতা নেত্রীর সঙ্গে। শুধু তাই-ই নয় পেগ্যাসাস কান্ডে অভিষেকের পাশে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীও।
সম্প্রতি বিভিন্ন রাজ্যের একাধিক কংগ্রেস নেতা নেত্রী জোড়াফুলে নাম লেখানোয় ছবিটা পাল্টে গিয়েছে অনেকটাই। এর ওপর মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রবীণ তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেব বলেন, “বিরোধী জোট গড়তে সক্রিয় নন সোনিয়া গান্ধী। তাই কংগ্রেসের জন্য অপেক্ষা না করে একলা চলো নীতি নিয়েছে তৃণমূল।”
এতেই বেজায় চটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহের চোখে দেখে গান্ধী পরিবার সহ কংগ্রেসের তাবড় নেতারা। বাংলায় কংগ্রেসের ওপর যা অত্যাচার হয়, দিল্লির নেতারা এতদিন তা বিশ্বাস করতেন না। এখন মমতার কীর্তিকলাপ দেখে তাঁরাও অবাক হয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃবিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
অধীর সাফ জানালেন, প্রশান্ত কিশোরের কথায় চলছে তৃণমূল। কংগ্রেসকে দুর্বল করে কোন যুক্তিতে বিজেপিকে হারানো যাবে না। কংগ্রেসকে সাইনবোর্ড বানাতে গিয়ে বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন মমতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584