নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আজ, গান্ধীজির ১৫১ তম জন্মদিন। গতবারের মতো এবারও মহাত্মা গান্ধীর আলোকময় জন্মদিন উদযাপন করল বিশ্বের উঁচু বহুতল দুবাইয়ের বুর্জ খলিফা।
দ্য গাল্ফ নিউজ সূত্রে খবর, জাতির জনককে জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করতে এদিন রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বুর্জ খালিফায় ডিসপ্লে করেছে গান্ধীজির ছবি।
“Be the change that you wish to see in the world”- Immortal words spoken by #MahatmaGandhi, the father of the entire nation of India. #BurjKhalifa lights up with an LED show to honour his journey and to celebrate his 151st birthday. pic.twitter.com/AAgcDztrb8
— Burj Khalifa (@BurjKhalifa) October 2, 2020
চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় কনস্যুলেটের এক আধিকারিককের উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছিল, “বুর্জ খলিফার উপর বিশেষ গান্ধী শো কনস্যুলেটের সোশ্য়াল মিডিয়া পেজে লাইভ স্ট্রিম করা হবে”। উল্লেখ্য, এদিন আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়।
আরও পড়ুনঃ ঢাকাস্থ বিদায়ী ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীর দেশে প্রত্যাবর্তন
এবছর গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতার অভিযান ও ১৫১টি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও খবর। এছাড়াও, এবার অনলাইনে পড়ুয়াদের বিতর্ক সভা, অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584