নিউজডেস্কঃ
গান্ধীজি চেয়েছিলেন মহম্মদ আলি জিন্নাহ অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হোন। কিন্তু জহরলাল নেহেরু নাকি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আজ এমনই মন্তব্য করেছেন তিব্বতি ধর্মগুরু দলাইলামা ।
গোয়ার শঙ্খলিমে গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে বুধবার এক ছাত্র এই ধর্মগুরুকে প্রশ্ন করেন, “কী ভাবে ভুল এড়াতে পারি আমরা?’’
ছাত্রের প্রশ্নের জবাবে দলাইলামা বলেন ,“ ভুল অনেকসময়ই হয়।যদি পিছনে তাকানো যায়,আমি মনেকরি মহাত্মা গান্ধীজি খুব ইচ্ছুক ছিলেন যে জিন্নাহ ভারতের প্রধানমন্ত্রী হোন, কিন্তু পন্ডিত নেহেরু প্রত্যাখ্যান করেছিলেন।কিন্তু নেহরু ছিলেন খুবই আত্মকেন্দ্রিক। আমি মনেকরি পন্ডিত নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা এতে বাধা হয়ে দাঁড়ায়। যদি গান্ধীজির ভাবনার বাস্তবায়ন হতো ,তাহলে ইন্ডিয়া-পাকিস্তান ঐক্যবদ্ধ থাকতো। পন্ডিত নেহেরুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি খুব অভিজ্ঞ, জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। তবে কোনও কোনও সময় ভুল তো হয়ই !“
নীচের টুইটার লিঙ্কে দলাইলামার সেই বক্তব্যঃ-
#WATCH Dalai Lama says, "Mahatma Gandhi ji was very much willing to give Prime Ministership to Jinnah but Pandit Nehru refused." pic.twitter.com/WBzqgdCJaJ
— ANI (@ANI) August 8, 2018
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584