২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে নিলাম হল গান্ধিজি ব্যবহৃত চশমা

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিলামে উঠল সোনা দিয়ে মোড়া একজোড়া চশমা। প্রায় দু’লক্ষ ষাট হাজার পাউন্ডে কেনা হল সেই চশমা জোড়া। প্রচলিত আছে গান্ধিজি ওই চশমা দুটি ব্যবহার করতেন। পরবর্তীকালে উপহার হিসাবে ঘনিষ্ঠ একজনকে ওই চশমা দিয়েছিলেন তিনি। এই প্রচলিত ধারাটাই রেকর্ড টাকা কামিয়েছে সেই জোড়া চশমা।

Gandhi's gold plated glass | newsfront.co
গান্ধি ব্যবহৃত এই চশমা নিলাম হল। সংবাদ চিত্র

একমাস আগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের ইস্ট ব্রিস্টল অপশন হাউস হানামে এই নিলাম আয়োজন করেছিল। দশ হাজার পাউন্ড থেকে ১৫ হাজার পাউন্ড সর্বনিম্ন দর রাখা হয়েছিল এই জোড়া চশমার। সেই দর টপকে প্রায় ছয় অঙ্কের টাকায় কেনা হয়েছে সেই চশমা।

আরও পড়ুনঃ তীব্র পুতিন সমালোচক নাভালনি কোমায়, বিষ প্রয়োগের অভিযোগ

এমন পুরাতন সামগ্রির এত অভাবনীয় দাম দেখে সকলেই বিস্মিত। নিলাম শেষে এ কথাই জানান আয়োজক অ্যান্ডি স্টোয়ি। শুক্রবার সরকারি ভাবে এই নিলাম প্রক্রিয়া বন্ধ হয়েছে।

তিনি বলেছেন, “এই চশমাগুলো শুধু রামের নিরিখে নয়, ঐতিহাসিক গুরুত্বের নিরিখেও অকল্পনীয়। যখন আমরা এটাকে নিলামে তুলি, তখনও ভাবতে পারিনি এতটা সাড়া পাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here