ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। এবার জাতীর জনক মহত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করলেন বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। শনিবার বেঙ্গালুরুর এক সভায় এই বিতর্কিত মন্তব্য করেন হেগড়ে।
বিজেপি সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বেকায়দায় পড়ে উত্তর কন্নড়ের সাংসদের এই বিতর্কিত মন্তব্যে তাদের সায় নেই বলেই জানিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে কর্ণাটক বিজেপির মুখপাত্র জি মধুসূদন বলেন,’ আমরা মহত্মা গান্ধীকে শ্রদ্ধা করি। এ ধরনের খারাপ মন্তব্যকে আমরা সমর্থন করি না।‘
সমর্থন না করার কথা দলীয় সূত্রে জানানো হলেও প্রশ্ন উঠছে একজন সাংসদ হয়ে কিভাবে জাতির জনকের প্রতি এই ধরনের অসম্মান জনক মন্তব্য করতে পারেন তিনি। এ ধরনের মন্তব্যের জন্য হেগড়েকে জেলে ভরা উচিৎ বলে দাবি করেছেন কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির মিডিয়া প্রধান।
প্রবীণ কংগ্রেস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন,’ যাঁরা গডসে সাভারকরকে পুজো করেন তাঁদের থেকে দেশপ্রেম শেখার কোনও দরকার নেই।
এদিন মহত্মা গান্ধীকে নিশানা করে অনন্তকুমার বলেন, ‘ কেউ একজন সত্যাগ্রহ করেছিলেন বলে আমরা নাকি স্বাধীনতা অর্জন করেছি। ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল তাদের হতাশা থেকে। ইতিহাস বই পড়লে রাগে রক্ত ফোটে। কয়েকজনকে আবার মহত্মা আখ্যা দেওয়া হয়েছে দেশে।
এই নেতারা কেউই একবারের জন্যও পুলিশের হাতে মার খাননি। স্বাধীনতা সংগ্রাম ছিল আসলে বড় নাটক। এটা ব্রিটিশদের সম্মতিতেই সাজানো নাটক ছিল।‘
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584