নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের পর্দায় এবার এক সঙ্গীত শিল্পী তথা যন্ত্রশিল্পীর গল্প। নাম তার গঙ্গারাম। গ্রামের সহজ সরল ছেলে সে। নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারে। সে নিজের বাবার গ্রামীণ ব্যান্ডে সানাই বাজায়৷ সে সৎ। জীবন তার একটি সরলরেখার পথ ধরে এগিয়ে চলে। ঈশ্বরপ্রদত্ত প্রতিভা তার জীবনসঙ্গী। তার গলায় আছে মাটির সুর।

একদিন সে পাড়ি দেয় শহরে৷ সেখানে একটি ব্যান্ডে যোগ দেয় সে৷ বিভিন্ন বিয়েবাড়িতে সেই ব্যান্ড বাজনা বাজায়। এরপর গঙ্গারামের সঙ্গে যখন দেখা হবে গল্পের নায়িকা টায়রার, তখন কী হবে? সেটাই দেখার৷ প্রোমো খানিকটা আন্দাজ দিয়েছে অবশ্য। বাকিটা সময় বলবে।

ধারাবাহিকের প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী জানান- “গঙ্গার মতো মানুষদের আমরা প্রায় রোজই দেখি। চিনি তাদের। গঙ্গা কীভাবে নিজের স্বপ্ন, ভালোবাসা আর জীবনকে এক সুতোয় বাঁধে সেটাই দেখানো হবে এই ধারাবাহিকে।”
আরও পড়ুনঃ অনলাইনে শুরু হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০২০’
চ্যানেল আয়োজিত এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে গঙ্গারাম অর্থাৎ চরিত্রাভিনেতা অভিষেক বসু জানান- “এরকম চরিত্র আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। গঙ্গারামকে আমরা সকলেই চিনি। কিন্তু তারা প্রতিদিন আমাদের নজর এড়িয়ে যায়। কত প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যায়। গঙ্গারামের প্রতিভা সর্বসমক্ষে আসে নাকি, নাকি একই গতিতে চলতে থাকে নাকি তা হারিয়ে যায় সেটা জানতে হলে দেখতে হবে ‘গঙ্গারাম’৷”
আরও পড়ুনঃ আকাশ ছুঁলো ‘খড়কুটো’
অহংকারী, দাপুটে, প্রতিপত্তিশালী পরিবারের মেয়ে টায়রার চরিত্র পেয়ে বেশ খুশি সোহিনী গুহ রায়। তাঁর লুকেও রয়েছে দারুণ চমক। ২৮ ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় দেখুন ‘গঙ্গারাম’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584