শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা আবহের মাঝে সাধারণ মানুষকে সচেতন করতে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বের করা হল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর পুলিশ স্টেশন থেকে বের করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপরে গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে এটি।
উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ওসি সমীর মন্ডল, টাউন বাবু গৌরব হাসাদা সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেনটিয়াররা। প্রসঙ্গত করোনা ভাইরাস রুখতে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে পঞ্চমদফার লকডাউন। পঞ্চম দফার লকডাউন কিছুটা শিথিল হতেই সেই সুযোগকে কাজে লাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে কিছু মানুষজন।
আরও পড়ুনঃ সেলুন কর্মীদের মাস্ক, সানিটাইজার সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান
সেই সমস্ত মানুষদের সচেতন করতে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিনের র্যালি থেকে বাইক চালকদের হেলমেট পড়ার পাশাপাশি ভালো করে স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়া, মাস্ক পড়া,সামাজিক দূরুত্ব বজায় রাখার কথা বলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584