উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গঙ্গাসাগর মেলা বাতিল হবে কিনা আগামীকাল ফের শুনানির পর জানা যাবে। যদিও আজকের শুনানির প্রথম অর্ধে আদালত জানিয়েছিল, আগে মানুষের জীবন, তারপর মেলা, বিশ্বাস ও সংস্কার। করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার জন্য কী কী সুরক্ষাবিধি কার্যকর করছে রাজ্য,তা হলফনামা দিয়ে জানাবার পর আগামীকাল আদালত সিদ্ধান্ত নিয়ে জানাবে গঙ্গাসাগর মেলার গতিপথ।
আগামীকালের মধ্যে মেলার সুষ্ঠ ব্যবস্থাপনার কথা এবিডেবিট জমা দিয়ে রাজ্য সরকারকে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মুখ্যসচিবের সঙ্গে বসে লিখিত আকারে মেলার সুরক্ষাবিধি ব্যবস্থা আগামীকাল কলকাতা হাইকোর্টে জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, যদি আদালত মনে করে রাজ্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি, তাহলে প্রয়োজনে মেলা বাতিল করা হতে পারে।
আরও পড়ুনঃ শুভেন্দু ‘তোলাবাজ’ দিলীপ ঘোষ ‘গুণ্ডা’- গঙ্গারামপুরের সভা থেকে পাল্টা অভিষেক
মনে রাখতে হবে, ছট পুজো আর গঙ্গাসাগর মেলা এক নয়। এই মেলায় লাখ লাখ পূণ্যার্থীর সমাগম হয়। ফলে, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও অনেক বেশি। মানুষের জীবন আগে, পরে মেলা বা উৎসব। ডিভিশন বেঞ্চের পরামর্শ, নদীর জল প্যাকেটে করে নিয়ে তা পুণ্যার্থীদের মাথায় ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে৷ সেক্ষেত্রে সকলের একসঙ্গে নদীতে স্নান করার প্রয়োজন পড়বে না ।
আগামীকাল বেলা দুটোর সময় ফের শুনানি হবে মামলার। কালই হতে পারে রায়দান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584