শুরু হল গঙ্গাসাগর মেলা, ভিড় এড়াতে ই-স্নানের ব্যবস্থা

0
82

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। এবছর করোনা আবহের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক ডক্টর পি.উল্গানাথন।

officers | newsfront.co
নিজস্ব চিত্র

ওই মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা (জিবিডিএ চেয়ারম্যান),স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা।

program | newsfront.co
নিজস্ব চিত্র

প্রশাসন সূত্রে খবর, এবার গঙ্গাসাগর মেলায় কতজন তীর্থযাত্রী আসবে তা বলা যাবেনা। একদিকে করোনা অতিমারীর জন্য পুণ্যার্থীর সংখ্যা কম হবে বলে মনে করছেন সবাই। মেলার বিশেষ উদ্যোগে ‘ই’ দর্শন ও ‘ই’ স্নানের ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে বসে অনলাইনে অর্ডার করলে তিন দিনের মধ্যে মেলার সামগ্রী প্যাকেটের মাধ্যমে পৌঁছে যাবে পুণ্যার্থীদের কাছে।

আরও পড়ুনঃ করোনা আতঙ্ক কাটিয়ে বালুরঘাটে রক কনসার্ট

stage | newsfront.co
নিজস্ব চিত্র

তবে আগুন জ্বালানোর ক্ষেত্রে সকলকে সাবধান থাকতে হবে। অস্থায়ী ছাউনির পাশে আগুন জ্বাললে প্রশাসন সেটা নিভিয়ে দেবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলার জন্য বাড়তি ভেসেল, বাস, ট্রেন পুণ্যার্থীদের জন্য চালু করে দেওয়া হয়েছে। মেলা চত্বরে লাগানো হয়েছে বাড়তি আলো।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কুয়াশায় মোড়া আলিপুরদুয়ার,ব্যাহত জন জীবন

পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এ বছরের গঙ্গাসাগর মেলাকে। ১৩ই জানুয়ারী মেলার বিষয়ে হাইকোটের শুনানি। তার মধ্যেই রাজ্য তৎপর হচ্ছে। শুধু মেলা চত্ত্বর নয়, কাকদ্বীপ ও নামখানা দুটো পয়েন্টের যোগাযোগ ব্যবস্থা কি থাকছে, কিরকম থাকছে সব রকম নজর তদারকিতে নেমেছে জেলা প্রশাসন। সব মিলিয়ে জোর কদমে শুরু হয়েছে গঙ্গাসাগরের মকরের স্নান মেলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here