নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার গঙ্গা ভ্রমণের পাশাপাশি কলকাতার ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ থাকছে ভ্রমণপিপাসুদের জন্য। করোনা আবহের মধ্যেই ‘গ্যাঙ্গেজ রিভার হেরিটেজ ক্রুজ’ পরিষেবা শুরু করছে পরিবহন দফতর।
সুসজ্জিত ক্রুজে করে শহরের প্রতিটি ঐতিহাসিক ঘাট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই। মাত্র ৩৯ টাকা। ১ অক্টোবর থেকে চালু হবে এই পরিষেবা। সপ্তাহে ৭ দিনই হবে ক্রুজে গঙ্গা ভ্রমণ।
করোনা আবহে বাইরে ঘুরতে যওয়ার সুযোগ কম। লকডাউনে ঘরে থেকে একঘেয়েমি জীবন কাটাতে হচ্ছে জনসাধারণকে। ফলে অবসাদে ভুগছেন অনেকেই। এই অবসাদ থেকে বেরতে হলে চাই খোলা হাওয়া, একটু ঘুরে-বেড়ানোর সুযোগ। সে কথা মাথায় রেখেই একেবারে পকেট ফ্রেন্ডলি খরচে চালু হচ্ছে গঙ্গাবক্ষে ভ্রমণের সুবিধা।
আরও পড়ুনঃ চেকে টাকা লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে ‘পজিটিভ পে সিস্টেম’
লঞ্চযাত্রা শুরু ও শেষ হবে মিলিনিয়াম পার্ক জেটিতে। যাত্রা পথে থাকবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির-সহ নিমতলা শ্মশান ঘাট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো শ্রদ্ধেয় মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। থাকবে ঐতিহাসিক আর্মেনিয়াম ঘাট, বিবাদি বাগ স্টেশন, স্ট্র্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাটের মতো একাধিক ইতিহাস বিজড়িত স্থান।
তবে শুধু দেখাই নয়, ৯০ মিনিটের গঙ্গাবক্ষে এই ভ্রমণে প্রতিটি ঘাটের ইতিহাস যাত্রীদের বলে দেবেন ট্যুর গাইড। সুযোগ মিলবে গঙ্গা আরতি দেখারও। পরতে পরতে মিলবে কলকাতার ইতিহাসকে স্পর্শের হাতছানি।
আরও পড়ুনঃ আরও ৮ টি নতুন রেক পেতে চলেছে শিয়ালদহ ডিভিশন
সোম থেকে শুক্রবার দিনে দু’বার-বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টা এবং শনি ও রবিবার ছুটির দিনে চারবার- দুপুর ১২টা, দুপুর ২টো, বিকেল ৪টে ও সন্ধ্যা ৬টায় হবে লঞ্চযাত্রা। গোটা যাত্রাপথ হবে দেড় ঘণ্টার।
গোটা যাত্রাপথেই লঞ্চে মৃদুস্বরে বাজবে রবীন্দ্র সংঙ্গীত। থাকবে ক্যাফেটেরিয়া। প্রয়োজনে সেখান থেকেও খাবার কিনে খাওয়া যাবে। শারদীয়ার আবহে মহানগরের ঐতিহ্য ও ইতিহাসে ডুব দেওয়ার এ যেন এক সুবর্ণ সুযোগ।
এই নয়া পরিষেবা প্রসঙ্গে রাজ্য পরিবহণ নিগমের এমডি রজনবীর সিং জানান, “সিঙ্গাপুর-লন্ডনের মতো জায়গয় ক্রুজ রাইড ভীষণই জনপ্রিয়। স্থানীয় লোকজন হোক বা পর্যটক-সকলেরই মন কাড়ে এই রাইড। এবার কলকাতাতেও অল্প খরচে এই পরিষেবা চালু হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584