অবশেষে গ্রেফতার গ্যাংস্টার বিকাশ দুবে

0
182

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

৫ দিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেফতার হল উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবে।  জানা গেছে মধ্যপ্রদেশের উজ্জয়িন মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২ রা জুলাই রাতে কুখ্যাত দুষ্কৃতি বিকাশ দুবের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মী প্রাণ হারান উত্তরপ্রদেশের কানপুরে।

প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ৫৩ টি খুনের মামলা রয়েছে। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে সেই ভয়ানক হামলার সম্মুখীন হয় পুলিশ বাহিনী। মৃত্যু হয় ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র, একজন সাব ইন্সপেক্টর সহ ৮ পুলিশকর্মীর। ঘটনায় আরও ১২ পুলিশকর্মী আহত হন। দেশজুড়ে তোলপাড় হয়।

ঐ দুষ্কৃতির লুকিয়ে থাকার খবর পেয়ে কানপুর দেহাতের শিবলী থানা এলাকার বিকরু গ্রামে পুলিশ বাহিনী চারদিক ঘিরে ফেললে ৮-১০ জন দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন:দেশে আবার একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে তৎকালীন উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here