মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, এই তিনটি করোনা ভ্যাকসিন ভারতে কার্যকরী রয়েছে। এর মধ্যে কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর অন্তত ৮৪ পর দ্বিতীয় টিকা দেওয়ার নিয়ম বর্তমানে চালু রয়েছে দেশে। তবে কোভ্যাক্সিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান রয়েছে ৪ থেকে ৬ সপ্তাহ। এবার নাকি কোভিশিল্ডের ব্যবধান কমানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
বৃহস্পতিবার এএনআই-এর খবর অনুযায়ী, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর বিবেচনা করা হচ্ছে এবং সরকারি সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইম্যুনাইজেশনে এটি আরও আলোচনা করা হবে। তবে এখনই কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দেন কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ড: এনকে আরোরা।
Programmatic data collection processes are on to assess vaccine effectiveness. NTAGI reviewing vaccine effectiveness data on regular basis. Currently, there's no proposal for change in dose interval for COVISHIELD, COVAXIN & SPUTNIK V under consideration: NTAGI Chief Dr NK Arora pic.twitter.com/yc6Ylq9mv3
— ANI (@ANI) August 26, 2021
এ প্রসঙ্গে ড: এনকে আরোরা জানান, যদি সরকার কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমায় তাহলে সেটা শুধুমাত্রই ৪৫ বছর বা তার বেশি বয়সী মানুষদের জন্য। এখন নিয়মিত ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নজরদারি চলছে। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পর্যালোচনার জন্য তথ্য সংগ্রহের কাজও শুরু করা হয়েছে। আর এখনই কোভিশিল্ড, কোভাক্সিন এবং স্পুটনিক ভি-এর জন্য ডোজের ব্যবধান পরিবর্তনের কোনও প্রস্তাব রাখা হয়নি বলেই জানান তিনি।
বর্তমানে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ। টিকাকরণের একেবারে শুরুতে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। পরে তা বাড়িয়ে করা হয় ৮ সপ্তাহ। পরে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান আরও বাড়িয়ে করা হয় ১২ থেকে ১৬ সপ্তাহ। তবে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়লেও ভারতে কোভ্যাক্সিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান এখনও ৪ থেকে ৬ সপ্তাহই রয়েছে।
আরও পড়ুনঃ ওনামের পরেই কেরালায় হুহু করে বাড়ছে সংক্রমণ! উৎসব পরবর্তী অভিঘাত, মত বিশেষজ্ঞদের
ভারতে যখন কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেইসময় বিতর্কের মুখে পড়েছিল এই টিকার ডোজের ব্যবধান। বিরোধীরা দাবি করে, পর্যাপ্ত টিকা না থাকার কারণে টিকার ঘাটতি পূরণ করতেই এভাবে দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে তখন বিশেষজ্ঞদের দাবি ছিল যে, এই সিদ্ধান্ত নতুন আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে, কারণ গবেষণায় দেখা গেছে ডোজের মধ্যে দীর্ঘ ব্যবধান শরীরে আরও অ্যান্টিবডি তৈরি করে। জুন মাসে ভারতে ডোজের ব্যবধান বাড়ানোর পর গবেষণায় দেখা যায় যে কোভিশিল্ডের প্রথম ডোজ আরও কার্যকরী ছিল।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টে নতুন ৫ বিচারপতি নিয়োগ কেন্দ্রের, স্বস্তিতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা
প্রসঙ্গত, ব্রিটেনে করোনার ডেল্টা স্ট্রেন মোকাবিলায় কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান অনেক কমিয়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছিল, এবার ভারতও নাকি সেই পথেই হাঁটবে। বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছিল। যা নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছিল। কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে, এইমুহূর্তে করোনা টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানো নিয়ে যে কোনও প্রস্তাব বিবেচনা করা হয়নি, তা সাফ জানিয়ে দিয়েছেন কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ড: এনকে আরোরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584