নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আমগাছের ডালে শরীর চর্চা করতে গিয়ে অমানবিক অত্যাচারের শিকার হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মাঠের পাশে থাকা আম গাছের ডালে শরীরচর্চা করতে গিয়ে আম ভেঙে যাওয়ায়, ওই ছাত্রকে হাত পা বেঁধে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে বাগান মালিকের বিরুদ্ধে।
ওই ছাত্রর ওপর এমন নির্মম অত্যাচারের ছবি ক্যামেরাবন্দি করেছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অন্যান্যরা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে মালদহের শোভানগর এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের নাম রাহুল কর্মকার। শোভানগর উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
আরও পড়ুনঃ সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত ভারতীয় কৃষক
অভিযোগ, তাকে নির্মম ভাবে বাগানের মালিক মারতে শুরু করেন। চড় থাপ্পড় ঘুসি মেরে ছাত্রটির হাত-পা বেঁধে দেওয়া হয় পাশের একটি বাঁশের খুঁটিতে।
প্রথম থেকেই ওই ছাত্র কাকুতি মিনতি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। ইতিমধ্যে আক্রান্ত ছাত্রর পরিবারের পক্ষ থেকে মিল্কি পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত আম মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584