নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গোবিন্দচক এলাকার পর সিল করে দেওয়া হল স্টেশন পাড়া এলাকার একাংশ।
উল্লেখ্য গত মঙ্গলবার চন্দ্রকোনা রোড নিজের বাড়ির সামনের রাস্তা দিয়ে পেরোনোর সময় বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় যুব তৃণমূল কংগ্রেসের এক কর্মী, এরপর গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, এরপর গত শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়।
তবে মৃত্যুর পরে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় না। এতেই সংশয় পরিজনেদের। যদিও কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে দেহ ফিরিয়ে না দেওয়ার ঘটনায় অন্য কারণ দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ পরিবার পরিজনেরা।
আরও পড়ুনঃ মালদহে তিন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনার উপস্থিতি
বেশ কয়েকদিন আগে চন্দ্রকোনা রোডের বাসিন্দা একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয় কলকাতার এক হাসপাতালে, জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি করোনায় সংক্রমিত হন, পড়ে মারা যান। সেক্ষেত্রেও মৃতদেহ দেয়া হয়নি পরিবারের হাতে, এবার দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীর মৃতদেহ না দেওয়ায় ঘনিষ্ঠজনদের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে সংশয়।তবে এলাকার একাংশকে সিল করে দেওয়ার কারণে যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584