সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে।সুজয় বৈরাগী হালদারের একটি ফাস্টফুডের দোকান রয়েছে এই এলাকায়।আজ হাটবাজারের দিন থাকায় এগ রোল তৈরি করছিল দোকানদার।হঠাৎই দোকানের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়।
বাজারে থাকা ক্রেতা বিক্রেতাদের প্রাণ ভয়ে দোকান থেকে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়।খবর দেওয়া হয় দমকলকে।ঢোলাহাট থানায়।খবর পেয়ে স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা মহাশয় দৌড়ে আসেন।এলাকার মানুষ বালি ইত্যাদি নিয়ে প্রথমে গ্যাস সিলিন্ডারে আগুন বন্ধ করার চেষ্টা করে।
আরও পড়ুনঃ ঋণের দায়ে আত্মঘাতী ব্যবসায়ী,আন্দোলনের হুমকি বিজেপির
শেষমেষ এলাকার বিভিন্ন দোকান থেকে অগ্নি নির্বাপক গ্যাস সিলেন্ডার থেকে গ্যাস স্প্রে শুরু করে।বর্তমানে আগুন আয়ত্তে।কি কারনে আগুন লাগলো।তা নিয়ে উঠছে প্রশ্ন।ঘটনায় আহত বা হতাহতের খবর নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584