শ্যামল রায়,পূর্বস্থলীঃ
নবদ্বীপ থানার অন্তর্গত আনন্দবাস গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে একটি বাড়ি সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায় শনিবার রাতে।
থানা সূত্রে জানা গিয়েছে যে ওই গ্রামের বাসিন্দা গোপাল দেবনাথের বাড়িতে গ্যাস সিলিন্ডারে রান্না করার সময় এই দুর্ঘটনাটি ঘটে।অতর্কিতে গ্যাস সিলিন্ডারটি ফেটে যায় এবং দ্রুত বাড়ির লোকেরা অন্যত্র বেরিয়ে যায়।নবদ্বীপ দমকল বিভাগের একটি ইঞ্জিন খবর পেয়ে যথাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।এই ঘটনায় বাড়ির কেউ হতাহত হয়নি শুধুমাত্র রান্না ঘরটি সম্পূর্ন ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে।
এছাড়াও পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ গ্রাম পঞ্চায়েতের জামালপুরে একটি বাড়িতে আগুন লেগে দুটি ঘর সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর যে, রান্নাঘরের থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে।এই আগুনে রাতেও বাড়ির কোন লোকজন হতাহতের খবর নেই।এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584