ল্যাম্প পোস্টের নিচ থেকে গ্যাস, আতঙ্ক

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

কাঁকসার পানাগড় রেলপাড় এলাকার একটি ল্যাম্প পোস্টের নিচ থেকে গ্যাস ও ধোঁয়া বেরোচ্ছে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।

Gas emitted from the bottom of the lamp post
ছবিঃ প্রতিবেদক

গ্যাসের কটূগন্ধে ভরে যায় চারপাশ।কি থেকে এই গ্যাস উদ্ভূত হচ্ছে তা নিয়ে রীতিমত ভয় পেয়ে যান স্থানীয় বাসিন্দারা।কি করবেন বুঝতে না পেরে বিডিও অফিসে এবং দ্রুত খবর দেওয়া হয় কাঁকসা থানায়। ঘটনাস্থলে যান কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ও গলসির বিধায়ক অলোক মাঝি। বিদ্যুৎ দপ্তরে খবর দেন বিডিও।

আরও পড়ুনঃ ফের বালুরঘাটে ট্যারেন্টুলা আতঙ্ক

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিকাশি নালা দিয়ে সাপ,ব্যাঙ ও ছোটখাট প্রাণী যখনই পোস্টের কাছে আসছিল, তখন ছটফট করে মারা যাচ্ছিল।পানাগড় রেলপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বিদ্যুৎ দপ্তর।শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে বলে তাঁরা জানান।আতঙ্কিত হওয়ার মতো বিষয়টি নয় বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here