গ্যাসের চোরাকারবারি গ্রেফতার কুসুমগ্রামে

0
61

নিজস্ব সংবাদদাতা,কালনাঃ

গৃহস্থের গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রুখতে মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের দীর্ঘনগর এলাকায় অবৈধ গ্যাস কারবারের গোপন ডেরায় হানা দিলেন বর্ধমানের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল।এরপরেই হাতেনাতে ধরলেন আসগর আলি ওরফে ডালিম নামের কর্মরত ওই দোকানদারকে।তাকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায় যে,বেশ কয়েক বছর ধরে মন্তেশ্বরের দীর্ঘনগর এলাকা থেকে বেআইনীভাবে এই কারবার করতেন কুলুট গ্রামের বাসিন্দা আসগর আলি ওরফে ডালিম নামের এক যুবক।তিনি গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে বেআইনীভাবে গৃহস্থের গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতেন।আর এরপরেই সেই সিলিন্ডারগুলির গ্যাস যানবাহনের জ্বালানি হিসাবে বিক্রি করতেন।এরফলে অল্প পয়সায় গ্যাস ভর্তি সিলিন্ডার কিনে বেশী দামে সেই গ্যাস বিক্রি করে মুনাফা লাভ করতেন।এই ভাবে গ্যাস বিক্রি করায় বিপদের সম্ভাবনাও থাকতো প্রবল।নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন যেকোন সময়েই দুর্ঘটনা ঘটতেই পারতো।বেআইনীভাবে এই ব্যবসা করতে নিষেধ করলেও কথা শুনতো না।গোপণসূত্রে খবর পেয়ে হানা দিয়ে ঘটনাস্থল থেকেই বেশ কয়েকটি গৃহস্থের গ্যাসের সিলিন্ডার উদ্ধার হয় ।পাশাপাশি গ্যাস রিফিলিনের সাজ সরঞ্জামও পাওয়া যায়।কালনা আদালতে বৃহস্পতিবার তাকে তোলা হলে চোদ্দদিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here