গৌরবের কামব্যাক, আসছে ‘ওগো নিরুপমা’

0
1400

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ওগো নিরুপমা’। ‘ত্রিনয়নী’র পর খুব বেশিদিন হয়নি গৌরবের ব্রেক। একজন কেজো অভিনেতা অবশ্য এটাই চান। গৌরবও ব্যস্ততাপ্রেমী এক অভিনেতা।

Gaurav | newsfront.co

আর তাই তিনি আরও একবার শুট বুট পরে হাজির টিভির পর্দায়। প্রোমো দেখে যেটুকু বোঝা যায় ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে দেখা যাবে গৌরবকে। বাকিটা জানান দেবে চ্যানেল।

আরও পড়ুনঃ কোন রহস্যের মায়াজালে বনি, ঋতাভরী, অঙ্কুশ?

এই ধারাবাহিকের নায়িকা একজন ডি-গ্ল্যাম তরুণী। যাকে বলে জৌলুসহীন এক নারী চরিত্র। তার কাছে কাজই শেষ কথা। সাজগোজ প্রাধান্য পায় না তার কাছে।

আরও পড়ুনঃ টিজার নিয়ে মহালয়ায় ‘সূর্পণখার আগমন’

আবারও এক চ্যালেঞ্জিং ক্যারেক্টার নিয়ে হাজির স্টার জলসা। তিতলি কানে শুনতে পায় না। আর এই ধারাবাহিকের নায়িকা জৌলুসহীন এক গুণী মেয়ে। তার দাঁতও উঁচু। এগুলোই তার জীবনের প্রতিবন্ধকতা। এর ভিতরে আছে আরও অনেক গল্প। কবে থেকে ঠিক কোন স্লটে ধারাবাহিকটি আসবে তা বোঝা যাচ্ছে না এখনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here