কোহলি একদিনের ম্যাচে টি টোয়েন্টির মত ক্যাপ্টেন্সি করেছে বলছেন গম্ভীর

0
52

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফের বিরাট কোহলির সমালোচনায় গৌতম গম্ভীর। সিডনিতে দ্বিতীয় ওডিআইতেও লজ্জার হার হেরেছে ভারত। দুই ম্যাচেই সিরিজ পকেটে পুরেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ভালো করলেও প্রবল ভাবে সমালোচিত হয়েছে কোহলির অধিনায়কত্ব।

Gautam Gambhir | newsfront.co

গম্ভীরের মতে, ওডিআইতে টি-২০’র মতো করে অধিনায়কত্ব করছিলেন বিরাট কোহলি। ওডিআইতে সফল হতে গেলে যে প্রথমেই উইকেট চাই সেটার ওপর জোর দেন গম্ভীর।

তিনি বলেন, “সত্যি বলতে গেলে কোহলির অধিনায়কত্ব বুঝলাম না। সবাই জানে যে ওরকম ব্যাটিং লাইন আপকে থামাতে গেলে প্রথমে উইকেট নিতে হবে ও সেখানে আপনি প্রধান বোলরকে মাত্র দুই ওভার দিলেন। আসলে ও খুব চাপে আছে সেটা বোঝা যাচ্ছে। বিশেষ করে আইপিএলে হারের পরে আরও চাপে আছে।“

আরও পড়ুনঃ ভারতে কৃষকদের আন্দোলনকে সমর্থন সিডনি ক্রিকেট মাঠে, পাশে থাকার বার্তা মন্টি পানেসারেরও

প্রসঙ্গত, বুমরাহকে মাত্র দুই ওভার শুরুতে দেন কোহলি। কোহলির এই সিদ্ধান্তকে তোপ দেগে গম্ভীর বলেন যে এটা তো টি-২০ ক্রিকেট নয় যে দলের প্রধান বোলারকে লুকিয়ে রাখতে হবে। টি-২০-র আগে তৃতীয় নিয়মরক্ষার ম্যাচে ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবে খেলানোর ওপরেও জোর দেন তিনি। কাউকে না খেলালে সে ভালো না খারাপ, সেটা কি করে বোঝা যাবে, সেই প্রশ্নও করেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতা প্রেস ক্লাবে দেওয়া হল বাংলার সেরা সম্মান

একই সঙ্গে গম্ভীর বলেন যে অস্ট্রেলিয়ায় কীভাবে ভারতীয় দল পর্যাপ্ত অলরাউন্ডার না নিয়ে গেল সেটাও বড় একটা প্রশ্ন। অনেকে বলছেন যে কোহলির হাতে বিকল্প নেই একটা ট্যুরে এত ক্রিকেটার গেছে অনেক যোগ্য ক্রিকেটার সুযোগ পায় নি তাও যদি বিকল্প না থাকে তাহলে কবে আসবে প্রশ্ন করছেন এই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। প্রসঙ্গত আইপিএলের পরে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার পক্ষে সওয়াল করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here