তৃতীয় দিন রাতের টেস্টের জন্য বুমরাহকে, দ্বিতীয় টেস্টে বাদ দেওয়ার পক্ষে গম্ভীর

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ভারতের অন্যতম সেরা পেসবোলার জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হোক। এমনই দাবি তুললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ায় তৃতীয় টেস্টের পর পেটের পেশীতে চোট পাওয়ায় চতুর্থ টেস্টে খেলতে পারেননি। তারপর দেশের মাটিতে চেন্নাইয়ে প্রথমবার খেলতে নেমেছেন তারকা পেসার।

gautam gambhir | newsfront.co

আর বল হাতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ বুমরাহ তাই গম্ভীর সরাসরি বাদ দিতে না বললেও তিনি বলেন, “বুমরাহকে দ্বিতীয় টেস্টে নেওয়া উচিত হবে কিনা, তা নিয়ে আমি একশো শতাংশ নিশ্চিত নই। আমার মতে ওকে গোলাপি বলে টেস্টের জন্য এখন থেকে বিশ্রামে রাখা হোক। এই সিরিজে ওই এক্স ফ্যাক্টর হতে চলেছে। যে ধরণের সারফেসেই খেলা হোক না কেন, এই বিষয় মাথায় রাখতেই হবে আরও গোলাপি বলে বেশি কার্যকরী হবে।”

আরও পড়ুনঃ ২০ ফেব্রুয়ারি শুরু বিজয় হাজারে, সহজ গ্রুপে বাংলা

তৃতীয় টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে হবে আহমেদাবাদের নবনির্মিত মোতেরাতে আর সেটা হবে দিনরাতের। তিন ধরণের ফরম্যাটেই বুমরাহ দেশের একনম্বর বোলার। গত কয়েক বছর ধরেই জাতীয় দলের সাফল্যের অন্যতম ফ্যাক্টর তিনি। তাই গম্ভীরের মত, তারকা পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকঠাক করা প্রয়োজন। নাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ম্যাচ গুলোতেই সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। চারটে টেস্টের পর পাঁচটি টি২০ এবং তিনটে ওয়ানডে খেলবে ভারত।

গম্ভীর তাই বলেছেন, “বুমরাহকে লম্বা সেশনে টানা বল করানো উচিত নয়। ওকে তিনটে ওভারের ছোট ছোট স্পেলে ব্যবহার করা উচিত। ওর মধ্যেই ও উইকেট তুলতে সক্ষম হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here