ইমেইল মারফত প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ-প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর

0
73

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

খেলোয়াড়ী জীবনে দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার ছিলেন গৌতম গম্ভীর। দূর্দান্ত পারফরম্যান্স দিয়ে দলকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। তাঁকে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের ওপেনিং ব্যাটসম্যানদের তালিকায় ধরা হয়। বাইশ গজের পাঠ চুকিয়ে এখন জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রাজনৈতিক ময়দানে। বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তিনি। ২০১৯ সাল থেকে তিনি সাংসদ পদে নির্বাচিত হয়ে আছেন।

Gautam Gambhir

খেলোয়াড়ী জীবনে বরাবরই বড্ড অ্যাগ্রেসিভ ও হট মেজাজী হিসেবে পরিচিত ছিলেন। হামেশাই বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে তর্কে জড়াতেন তিনি। বাদ যায়নি সতীর্থ খেলোয়াড়রা। আইপিএলে ঝামেলায় জড়িয়ে ছিলেন কোহলির সাথে। পাকিস্থানী কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির সাথে প্রায়ই তর্কে জড়িয়ে নিজেকে খবরের শিরোনামে আনেন বারবার। দেশের যেকোন ইস্যুতে সরাসরি কথা বলতে ভালোবাসেন তিনি।

তবে রাজনীতি ও সমাজ সেবা করে ভালোই কাটাচ্ছিলেন সময়। কিন্তু আবারও খবরের শিরোনামে এসেছেন তিনি। এবার তিনি জীবননাশের হুমকি পেয়েছেন। যা তিনি প্রকাশ্যে এনে জোর চর্চায় আছেন। কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (IS) -এর কাশ্মীর শাখা ইমেইল মারফত তাঁকে এবং তাঁর পরিবার কে হত্যা করার হুমকি দিয়েছে। হুমকি পাওয়ার পরই তিনি এবিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ আন্দোলনের সঙ্গে তুলনা কঙ্গনার, এফআইআর দায়ের মুম্বাইতে

থানায় খবরটি নিশ্চিত করার পরই নড়েচড়ে বসে প্রসাশন। অন্যতম বার্তা সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাতকারে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার শ্বেতা চৌহান জানিয়েছেন, এমন ঘটনায় অভিযোগ দায়ের এর পর থেকেই গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তা কর্মী দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, ইমেইল এর সোর্স ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এই হুমকির ঘটনা প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে একটি আন্তর্জাতিক নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here