বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর

0
93

ওয়েবডেস্কঃ

বিজেপিতে যোগ দিলেন পদ্মশ্রী জয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গাম্ভীর । বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন ,”আমি প্রধানমন্ত্রীর আদর্শে প্রভাবিত হয়েছি, দেশের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি আমাকে ভাবিয়েছে । দেশের হয়ে আমার কিছু করার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।”

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে পাঞ্জাবের অমৃতসরে প্রার্থী ছিলেন অরুণ জেটলি। সেই সময় অরুণ জেটলির হয়ে ভোট প্রচারের অন্যতম প্রধান মুখ ছিলেন গৌতম গম্ভীর । যদিও ওই স্থানে অরুণ জেটলি কংগ্রেসের অমরিন্দর সিং এর কাছে পরাজিত হয়েছিলেন এবং এর ফলে অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী হয়েছিলেন ।

তবে আজ গৌতম গম্ভীরের বিজেপিতে যোগদান প্রসঙ্গে অরুণ জেটলি জানান “এটি একটি উল্লেখযোগ্য সংযুক্তি ।”

আরও পড়ুনঃবকেয়া বেতন সমস্যায় হস্তক্ষেপ করতে প্রধানমন্ত্রীকে চিঠি পাইলটদের

অনেক আগে থেকেই ৩৭ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের বিজেপিতে যোগদান করার ব্যাপারে শোনা যাচ্ছিল । বিজেপি এখনো তাদের সামগ্রিক প্রার্থী তালিকা ঘোষণা করেনি । তাই দিল্লিতে বর্তমান বিজেপি প্রার্থী মীনাক্ষী লেখির জায়গায় গৌতম গাম্ভীরকে প্রার্থী মনোনীত করা হবে কি না তা নিয়ে জল্পনা রয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here