নিজের উদাহরণ টেনে কার্তিকের সরে যাওয়াকে একহাত নিলেন গম্ভীর

0
79

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

প্রথমে ইওন মর্গ্যানকে অধিনায়ক করায় টিম ম্যানেজমেন্টকে দুষেছিলেন কেকেআরকে দুইবার আইপিএল দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর। আর এবার কার্তিককে একহাত নিলেন তিনি। ব্যাটিংয়ে মন দেবেন বলে নেতৃত্ব ছেড়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তার পরেও তাঁর ব্যাটে রান নেই।

Kartik Gambhir | newsfront.co

কার্তিকের এহেন সিদ্ধান্ত মানতে পারছেন না নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। নিজের অতীতের উদাহরণ টেনে কলকাতার গৌতি বলেন, ‘‘এটা যার যার মানসিকতার প্রশ্ন। ব্যাটিংয়ে মন দেওয়ার জন্য নেতৃত্ব ছাড়লেও এখন রান আসছে না ব্যাটে। অধিনায়কত্ব উপভোগ করার জিনিস, ও হয়ত সেটা উপভোগ করছিল না, এটার সঙ্গে রান পাওয়া বা না পাওয়া কোনো ফ্যাক্টর নয় ২০১৪ সালে আইপিএলে শুরুর দিকে পর পর তিনটি ম্যাচে আমি শূন্য রান করেছিলাম।

আরও পড়ুনঃ কেন বাদ সূর্য তদন্ত করুক সৌরভঃ বেঙ্গসরকার

সেই সময়ে নেতৃত্ব আমাকে ফর্মে ফিরতে সাহায্য করেছিল। আমার যখন ব্যাটে রান নেই ব্যাটিং ঠিকঠাক হচ্ছে না, তখন আমার নেতৃত্বে দল কীভাবে জিতবে, তা নিয়ে চিন্তাভাবনা করতাম।‘‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here