ডিকের অবস্থা দেখে নিজের কথা মনে পড়ছে গম্ভীরের

0
77

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সৌরভের জায়গায় গম্ভীর, আর গম্ভীরের জায়গায় কার্তিক, আবার কার্তিকের জায়গায় মরগ্যান।

২০১১ সালে সৌরভের জায়গায় গম্ভীরকে অধিনায়ক করে নাইটরা, নাইটদের দুই বার আইপিএল দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর-কে সরিয়ে ২০১৮ সালে দীনেশ কার্তিকের হাতে অধিনায়কত্বের দায়িত্ব দেয় টিম শাহরুখ। প্রথম সিজনেই প্লে-অফে দলকে নিয়ে এসেছিলেন কার্তিক।

gautam gambhir | newsfront.co

কিন্তু অর্থাৎ ২০১৯ সাল থেকেই দলের পারফরম্যান্স ক্রমশ পড়েছে। গত লিগ স্টেজেই ছিটকে যায় কলকাতা। চলতি সিজনেও ৭ ম্যাচে ৪টে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দলের এমনতর খারাপ পারফরম্যান্সে কাঠগোড়ায় তোলা হয় দীনেশ কার্তিককে।

আরও পড়ুনঃ আই লিগ বরণে সেজে উঠছে মোহনবাগান তাঁবু

এদিন অধিনায়ক হিসেবে কার্তিক সরে দাঁড়ানোর কয়েক প্রহর কাটতেই এক রহস্যময় ট্যুইট করে বসলেন কলকাতার প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

টুইটারে গৌতি লিখছেন, ‘একটা উত্তরাধিকার তৈরি করতে অনেক সময় লেগে যায়, কিন্তু তা নষ্ট করতে স্রেফ কয়েক মিনিট লাগে।’ এরপরই বিস্তর জলঘোলা ক্রিকেট মহলে। কলকাতা নাইট রাইডার্সে সৌরভের মতোই কি গৌতম গম্ভীরও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এই প্রশ্নই ঘুরছে চতুর্দিকে। অন্য দিকে এমন কথা ও ভেসে উঠছে যে এই টুইট করে ডিকের পাশেই দাঁড়ালেন গৌতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here