স্পোর্টস ডেস্কঃ
সব ধরনের ক্রিকেটকে চির বিদায় জানালেন ভারতের হয়ে শেষ দুই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম স্তম্ভ গৌতম গম্ভীর।
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান সংগ্ৰহকারী ৩৭ বছর বয়সী গৌতম গম্ভীর ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি টি-২০ ম্যাচ খেলে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয় , ঘরোয়া ক্রিকেটকেও চির বিদায় জানালেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে।
প্রায় বারো মিনিটের এই ভিডিওটিতে তিনি জানান যে তিনি ফুরিয়ে গেছেন, তাঁর সময় শেষ।তিনি এ ভিডিও বার্তায় কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, তাঁর কোচ, সতীর্থ , পরিবারবর্গ ও আত্মীয় স্বজনদের ধন্যবাদ জানান। তুলে ধরেন ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রা ও সফলতার কাহিনী।
নামের নিরিখে তাঁর থেকে অনেক বড় বড় ক্রিকেটার অবশ্যই ছিলেন, তবে ভারতের শেষ জয় করা দুটি বিশ্বকাপে তাঁর ভূমিকা ছিল অনবদ্য।সেই হিসাবে তাঁর বিদায় হতে পারতো একটু সম্মানজনক। সেটা না পেয়েই কি তিনি অভিমানে চলে গেলেন-উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584