স্পোর্টস ডেস্ক:-
ব্যর্থতার দায় নিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। তার পরিবর্তে বাকি ম্যাচগুলিতে দিল্লির অধিনায়কত্ব সামলাবেন শ্রেয়াস আইয়ার।

অধিনায়কের পদ থেকে সরে যাওয়া নিয়ে দু’বারের আইপিএল জয়ী অধিনায়ক গম্ভীর বলেন, ‘এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের জন্য যতটা করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। একজন কর্তব্যপরায়ণ ক্যাপ্টেন হিসেবে আমাকেই এই দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, এটাই সরে দাঁড়াবার উপযুক্ত সময়।’
সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর আরও বলেন, ‘দল যেখানে দাঁড়িয়ে, তার সম্পূর্ণ দায় আমার। আর সেটা ভেবেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রেয়স আইয়ার এবার দায়িত্ব নেবেন। আমার মনে হয় আমাদের দল এই পরিস্থিতি থেকেও ছবিটা পাল্টে দিতে পারে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584