উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু। শুক্রবার দুপুরে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সিবিআইয়ের আধিকারিক সূত্রে খবর, প্রশ্নের কোনও সদুত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে সতের হাজার কোটি টাকার তছরুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একটি চার্জশিট ও দু’টি কমপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়েছে। তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করা হতে পারে।
নির্বাচনের আগে আবার চিটফান্ড বা বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাদের কেলেঙ্কারি নিয়ে বিশেষ ভাবে তৎপর হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সেই সূত্রেই আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গ্রেফতার করলেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে। এর অনেক আগেই গ্রেফতার হয়েছেন গৌতম কুণ্ডু। এবার তার স্ত্রীর গ্রেফতারি এক নতুন মাত্রা সৃষ্টি করল এই তদন্তের।
কলকাতার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে শুভ্রা কুণ্ডুকে।
আরও পড়ুনঃ হলদিয়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা শ্যামল আদকের
সিবিআই সূত্র অনুসারে, বাজারের আমানতকারীদের কাছ থেকে বেআইনি ভাবে প্রচুর টাকা তুলেছিল রোজভ্যালি এবং তারপর সেই টাকা বিভিন্নভাবে পাচার করে সংস্থার কর্ণধাররা। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপুল অঙ্কের টাকা কোথায় কোথায় পাচার হয়েছে তা শুধু গৌতম কুণ্ডুই না, জানতেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুও।
সেই সূত্রে শুভ্রা কুণ্ডুকে লাগাতার জেরা করে সিবিআইয়ের আধিকারিকরা। সেই জেরায় ধরা পরে বহু অসঙ্গতি এবং বহু ক্ষেত্রে শুভ্রা কুণ্ডু বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যান বা তাঁর কোনও সদুত্তর দিতে পারেন না। তাই অবশেষে শুক্রবার দুপুরে তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা।
আরও পড়ুনঃ কবে খুলবে স্কুল? জানাল সিআইএসসিই
সিবিআই সূত্রে খবর, এই বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলা এবং পরবর্তীকালে সেই টাকা বাইরে পাচার করার পিছনে গৌতম কুণ্ডুর ঘনিষ্ট সহযোগী ছিলেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু। এই ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। এরপর শুভ্রা কুণ্ডুকে নিয়ে সিবিআইয়ের আধিকারিকরা যাবেন ভুবনেশ্বর। সেখানেই তাঁকে আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584