নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ফের বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকার। বিরাটের ফর্ম নিয়ে তার স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে দিয়ে বিতর্কে পড়েছিলেন সানি। সেই বিতর্ক সরতে না সরতেই বিরাটের ফর্ম নিয়ে ফের প্রশ্ন তুললেন ভারতের সর্বকালের সেরা ওপেনার।
চলতি আইপিএলে বিরাটের দল বেঙ্গালুরু তিনটে ম্যাচের মধ্যে দুটোয় জিতলেও কোহলির মোট রান মাত্র ১৮ রান। গাভাসকার এবার জানান, “বিরাটের ক্লাস যে আলাদা তা নিয়ে কোনো সন্দেহই নেই। কটা ম্যাচ খারাপ যেতেই পারে ! ও ফর্মে ফিরবে সেটাও আমি বিশ্বাস রাখি।“
আরও পড়ুনঃ ফিল্ডিং আরও উন্নত হোক, চাইছেন বিরাট
এবার সানি জানান,’বিরাট খুব ধীরে ইনিংস শুরু করেছে। তবে টুর্নামেন্ট শেষের পর দেখা যাবে অন্যবারের মত এবারেও বড় রান পাবে আইপিএলে তবে ওকে ফর্ম ফিরে পেতে হলে খেলার স্টাইল পাল্টাতে হবে। ধীরে শুরু করলে ও নিজে চাপে পড়ে যাবে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584