অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের বিরাটকোহলির সমালোচনায় মুখর সুনীল গাভাসকার। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে বিরাট কোহলির দেশে ফেরা নিয়ে ফের প্রশ্ন তুললেন সানি। শুধু তা-ই নয়, ভারতীয় ক্রিকেটে বৈষম্যের মারাত্মক অভিযোগ তুললেন তিনি।
টি নটরাজন এবং রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ দিয়ে গাভাসকার বৈষম্যের অভিযোগ তুলেছেন। নিজের কলামে তিনি লিখেছেন, ‘‘আইপিএল প্লে-অফ যখন চলছিল, তখন প্রথমবারের জন্য নটরাজন বাবা হয়েছিল। কিন্তু ওকে বলা হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের জন্য থেকে যেতে। শুধু তাই নয়, ও ভারতীয় দলেও ছিল না। ও ছিল নেট বোলার। ভাবুন একবার! একজন ম্যাচ উইনারকে (যদিও অন্য ফরম্যাটে) বলা হচ্ছে নেট বোলার হতে।
আরও পড়ুনঃ অর্ধশত করেও জয়ের কাছে পরাস্ত সৌরভ
তার ওপর বাবা হওয়ার সময় তাকে ছুটি দেওয়া হচ্ছে না। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে, অর্থাৎ জানুয়ারির তৃতীয় সপ্তাহের আগে ও দেশে ফিরতে পারবে না। তার আগে সদ্যোজাত মেয়ের মুখও দেখতে পারবে না। উল্টোদিকে টিমের ক্যাপ্টেন বাবা হবে বলে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে। একেকজনের জন্য একেকরকম নিয়ম।’’
আরও পড়ুনঃ মহামেডানের নতুন হেডস্যার শঙ্করলাল
এরপর রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ তুলে তিনি লিখেছেন, ‘‘অশ্বিনকেও মাঝেমাঝেই ভুগতে হয়েছে। সেটা ওর বোলিংয়ের জন্য নয়। ওর বোলিং নিয়ে একজন মূর্খও প্রশ্ন তুলবে না। কিন্তু ওকে সমস্যায় পড়তে হয়েছে টিম মিটিংয়ে সোজাসাপটা কথা বলার জন্য, বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করার জন্য। একমত না হলেও বাকিরা যেখানে চোখ বুজে, মাথা নেড়ে সবকিছুতে সায় দিয়ে যায়, অশ্বিন সেটা করে না। তাই একটা ম্যাচে একটু বেশি উইকেট না পেলেই ওকে পরের ম্যাচে বসতে হয়। এটা কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় না।’’
আরও পড়ুনঃ বিরাটকে শুভেচ্ছা স্মিথের
গাভাসকার শেষে লিখেছেন, ‘‘এটাই ভারতীয় ক্রিকেট। বিভিন্ন লোকের জন্য বিভিন্ন নিয়ম।আমার কথা বিশ্বাস না হলে একবার রবি অশ্বিন বা টি নটরাজনকে জিজ্ঞেস করে দেখুন।’’ কোহলির বাকি তিন টেস্ট না খেলে এভাবে ফিরে আসাকে সমর্থন করেন নি কপিল দেবও তিনি জানিয়েছেন গাভাসকার তার ছেলে রোহন যখন হয় তখন তিনিও সদ্যজাত সন্তানকে দেখতে পারেন নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584