ফি বাকি থাকায় ৫০০ পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বাদ দিল জি ডি বিড়লা

0
97

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফি বাকি থাকলেও তা আলোচনা সাপেক্ষে মিটিং এর কথা বলেছিল হাইকোর্ট। বলা হয়েছিল এর ফলে যেন কোনও পড়ুয়ার পড়াশোনা ব্যাহত না হয় । শেষ পর্যন্ত করা সিদ্ধান্ত নিয়েই ফেলল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ জিডি বিড়লা। স্কুল-ফি বাকি থাকার কারণে অনলাইন ক্লাস থেকে বাদ দেওয়া হল জি.ডি বিড়লা স্কুলের ৫০০ ছাত্রীকে।

gd birla | newsfront.co

অভিভাবকদের অভিযোগ, এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে স্কুলে বাড়তি টাকা জমা দেওয়ার চাপ দেওয়া হচ্ছে। যদি হাইকোর্টের নির্দেশ ছিল প্রয়োজনীয় ফি স্ট্রাকচারের বাইরে অতিরিক্ত বেতন নেওয়া যাবে না। তার পরেও নিজেদের ফি স্ট্রাকচার অভিভাবকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ক্লাস থেকে ‘ব্রাত্য’ ওই ৫০০ ছাত্রীকে অবিলম্বে ক্লাসে না ফেরালে আইনি লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ আচমকাই বিশ্বজুড়ে ব্যাহত গুগলের সব পরিষেবা

প্রসঙ্গত, অতিমারির কারণে স্কুল বন্ধ ৯ মাস এবং তার ফলে অনলাইনে ক্লাস চলছে। তার মধ্যেই জি.ডি বিড়লা কর্তৃপক্ষের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এরই মাঝে সুপ্রিম কোর্ট রায় দেয়, অতিমারির কারণে শুধুমাত্র টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।

ফি-তে ছাড়ও দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু তারপরও জি.ডি বিড়লা কর্তৃপক্ষ বাড়তি ফি দিতে বাধ্য করছে বলে অভিযোগ অভিভাবকদের। তার মধ্যেই টাকা জমা পড়েনি, এই ‘অজুহাতে’ ডিসেম্বর মাসে প্রায় ৫০০ ছাত্রীকে অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ জেপি নাড্ডার কনভয়ে হামলার পর নিরাপত্তা বাড়ল কৈলাস বিজয়বর্গীয়র

তারা আর অনলাইন ক্লাসের অ্যাক্সেস পাচ্ছে না। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা ঘটেছে। অভিবাবকদের তরফে ভুল বোঝাবুঝি হচ্ছে। খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। যদিও সামনে সবকিছু ঠিকঠাক দেখিয়ে ভেতরে অভিভাবকদের চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here