নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভারতীয় সেনা বিভাগের চিফ জেনারল বিপিন রাওয়াতের গতকাল পদোন্নতির পর সেই পদ খালি হওয়ায় দেশের ২৮ তম সেনা প্রধান পদে নির্বাচিত হলেন মুকুন্দ নারাভানে।
সুত্রের খবর, জেনারেল নারাভানে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি ও ভারতীয় সেনা অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র। ১৯৮০ সালের জুন মাসে তিনি যোগ দিয়েছিলেন ‘শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এ।
দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে বহু দায়িত্ব সামলেছেন তিনি। জম্মু ও কাশ্মীরসহ দেশের উত্তর-পূর্বে বিক্ষোভকালীন পরিস্থিতি মিটিয়ে শান্তি ফেরাতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
আরও পড়ুনঃ নতুন বছরে বাংলা হরফ আসানসোল পুরনিগমে
পাশাপাশি তিনি জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়ন এবং পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ইনফ্যান্ট্রি ব্রিগেডেরও নেতৃত্ব দেন।
মঙ্গলবার সকালে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় বিপিন রাওয়াতকে। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমি আত্মবিশ্বাসী যে উনি(মুকুন্দ নারাভানে) সেনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584