উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আগামী দিনে আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকব।’ ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, একের পর এক ইস্তফায় উদ্বেগ বাড়ছে শীর্ষ নেতৃত্বের। আজ (শুক্রবার) বিকেলে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারী দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কোথায়! ভোটের মুখে জেলায় জেলায় তৃণমূল নেতাদের ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। সেই তালিকায় এবার নাম উঠল দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের। সূত্রের খবর, দলের অন্দরে বরাবরই শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত ছিলেন রবিউল।
আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনাতেও ধস তৃণমূলে, বিজেপিতে যোগ দিচ্ছেন জেলা পরিষদ সদস্য
আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের সভায় যখন শুভেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর, তখনই তৃণমূল ছাড়লেন তাঁর অনুগামী হিসেবে পরিচিত নেতা। রবিউল ইসলামের বার্তাও খুব স্পষ্ট, ‘আগামী দিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি থাকব। উনি যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকে পাথেয় করে চলব। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব আমাদের মত যুব সমাজেরই।’
আরও পড়ুনঃ আলুচাষে কষ্টার্জিত পুঁজি বিনিয়োগ,হাতির তান্ডবে মাথায় হাত চাষীদের
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বেসুরো গাইছিলেন, এদিন তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তবে বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি তিনি। খোলসা করেননি পরবর্তী পদক্ষেপও। যদিও সাংসদ অর্জুন সিংয়ের দাবি, আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিচ্ছেন শীলভদ্র দত্ত। দলত্যাগ নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘দীর্ঘদিন ওনাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। ক্ষোভ জমে ছিল, এখন সুযোগ বুঝে দল ছাড়ছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584