বিষাদেই পুজো কাটলো বার্ন স্ট্যান্ডার্ড কারখানার ঠিকা শ্রমিকদের

0
44

সুদীপ পাল, বর্ধমানঃ

সারা রাজ্য যখন আনন্দে মাতোয়ারা তখন পুজোর চার দিন অতিবাহিত হলো বিষাদে। ঝলমলে মন্ডপ, আলোকসজ্জা সবই আছে আগের মতন।

durga puja completed with generally | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শুধু বিষাদ গেল না আসানসোল শিল্পাঞ্চলের বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার ঠিকা শ্রমিকদের। বছরখানেক আগে বন্ধ হয়ে যাওয়া বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যাবার সময় স্থায়ী শ্রমিকরা ক্ষতিপূরণ এবং অন্যান্য পেয়েছিলেন কিন্তু আড়াইশো ঠিকা শ্রমিক সেদিন এক পয়সাও পাননি। অস্থায়ী শ্রমিকদের অভিযোগ, ঘাড় ধাক্কা দিয়ে একদিনের নোটিশে বের করে দেওয়া হয়েছিল তাঁদের।

ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ মুর্শিদাবাদের ঐতিহাসিক পুজোঃ ডালানি মা দুর্গা দ্বিবাহু রূপে পূজিত হন

পুজো কেমন কাটলো? ভাত ডাল ঠিকভাবে জোগাড় হয় না তার ওপর আবার পুজো বলে আক্ষেপ করছেন অস্থায়ী শ্রমিক গঙ্গা সেনগুপ্ত। নতুন জামাকাপড় বহুবছর পরিবারকে উপহার দিতে পারেননি।

কারখানা বন্ধ হয়ে যাওয়ার সময় ২৪২ জন ঠিকা শ্রমিক এর প্রায় ৩১ মাসের বেতন বাকি ছিল। কিন্তু সে বেতন আর মেলেনি। কার্যত বিষাদের পুজো কাটল ঠিকা শ্রমিকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here